Tuesday, November 19, 2013

নির্বাক



নির্বাক


কত কথা বলার ছিল তোমায়।
হৃদয়ের মাঝে ক্ষত-বিক্ষত কত চিহ্ন।
না পাওয়ার হতাশায় টুকরো টুকরো রাগ।
সবই বলবো তোমায়।
ভেবেছিলাম!!

বিভেদের মাঝেও যে রূপ তুলে ধরেছিলে।
শত বাঁধাতেও আমাকে আঁকড়ে রেখেছিলে।
নিমেষে হারিয়ে ছিলে নিশিত নিরালায়।
সবই বলব তোমায়।
ভেবেছিলাম!!

জলে ভাসানো ছেরা কাগজের নৌকা।
ঘাস ফুলের মত কোমল অভিমান।
কুঞ্জে অলির মুখরিত গান।
সবই বলব তোমায়।
ভেবেছিলাম!!

নিষ্পাপ প্রাণে জমে থাকা কলঙ্ক।
ঘুঁটের ছাই দিয়ে মাজা চক-চকে দাঁত।
কোমল মনে আগুন জালানো রূপ।
সবই বলব তোমায়।
ভেবেছিলাম!!

সবুজ শ্যাওলা ভঁরা পুকুরে ঢিল ছোরা।
কষ্টের মধ্যে তোমার দাঁত ক্যালানো হাসি।
নির্ঘুম রাতে তোমায় নিয়ে দেখা স্বপ্ন।
সবই বলব তোমায়।
ভেবেছিলাম!!

হঠাৎ তুমি বুড় আঙ্গুল দেখিয়ে চলে গেলে।
গালে জমা চোখের জল মুছে করলে অবাক।
আর আমি, আগেও যেই, এখনও সেই, নির্বাক!!


                                Like my Facebook page.. Click Hear

No comments:

Post a Comment