নির্জনে



নির্জনে,

তুমি তখন আনমনা,

আমার সুরের ঢেউ শুধু তোমকে ঘিরে।

ভালোবাসার শীতলতা জমে বরফ।

তবু যেন আলোর আশা চারিদিকে।

মিলব কি মোরা দুজনে,

নিভীতে নির্জনে, একাকিত্তে আনমনে।

কিন্তু হায়! বিভেদের বেরাজাল,

আর সম্পর্কের দেওয়াল,

সবই যেন মোদের প্রেমের বাঁধা।

এই সমাজ, এই পরিজন,

সবাই কেমন যেন রুষ্ট মোদের উপরে।

আমাদের এই ভালোবাসার জয় কি হবে না?

জানিনা, কিছুই জানিনা।

শুনতেও চাইনা তাদের কথা।

আমাদের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই।

আর যদি ভালোবাসায় বাঁচা না হয়।

মরব দুজনে, নির্ভয়ে নির্জনে।

আমরা দুজনে যে ভিন্ন জাত।

তাই কি মোদের ভালোবাসা ভিন্ন?

না না, ভালোবাসা সে সব বোঝে না।

ভালোবাসা বোঝে শুধু হৃদয়,

আর খোজে মন।

মোদের এই ভালোবাসা একটা দিক ত পাবে,

হয় জীবন, না হয় মরণ।

হয়ত এমন ও হবে-

আমাদের ভালোবাসার ইতিহাস হারিয়ে যাবে,

নির্জনে।